ধুনটে হেরোইনসহ যুবক গ্রেপ্তার | Daily Chandni Bazar ধুনটে হেরোইনসহ যুবক গ্রেপ্তার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৪ ০০:২৩
ধুনটে হেরোইনসহ যুবক গ্রেপ্তার
ধুনট (বগুড়া) প্রতিনিধি:

ধুনটে হেরোইনসহ যুবক গ্রেপ্তার

ইঞ্জিল ফকির (৩০)

বগুড়ার ধুনটে হেরোইনসহ ইঞ্জিল ফকির (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুৃলিশ। বৃহস্পতিবার (২৬ জুলাই) গ্রেপ্তারকৃত ওই যুবককে ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামী ইঞ্জিল ফকির ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের বড়বিলা পূর্বপাড়া এলাকার মন্টু ফকিরের ছেলে।
ধুনট থানার এসআই মিজানুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামী ইঞ্জিল ফকির দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। বুধবার রাতে নিজ বাড়িতে মাদকদ্রব্য বিক্রিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ গ্রাম হেরোইন সহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।