দেশে নৈরাজ্য সৃষ্টি ও সরকারি ভবনে হামলার প্রতিবাদে আদমদীঘিতে বীর মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ সভা | Daily Chandni Bazar দেশে নৈরাজ্য সৃষ্টি ও সরকারি ভবনে হামলার প্রতিবাদে আদমদীঘিতে বীর মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ সভা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৪ ০৩:০১
দেশে নৈরাজ্য সৃষ্টি ও সরকারি ভবনে হামলার প্রতিবাদে আদমদীঘিতে বীর মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ সভা
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

দেশে নৈরাজ্য সৃষ্টি ও সরকারি ভবনে হামলার প্রতিবাদে আদমদীঘিতে বীর মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ সভা

দেশে কোটা বিরোধী আন্দোলনকে পুঁজি করে জঙ্গিবাদরা নৈরাজ্য সৃষ্টি, কারাগার, সরকারি ভবন, গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগে ব্যাপক ক্ষয়ক্ষতি প্রতিবাদ ও হামলকারিদের জরুরি ভিক্তিতে গ্রেপ্তারের দাবীতে আদমদীঘি উপজেলার বীর মুক্তিযোদ্ধারা প্রতিবাদ সভা করেছেন। গতকাল বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনে সাবেক কমান্ডার আব্দুল হামিদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সাবেক ডেপুটি কমান্ডার হাফিজার রহমান বীর মুক্তিযোদ্ধা কাবিল উদ্দিন, আব্দুল জলিল, তহির উদ্দিন, আবেদ আলী, আব্দুস ছালাম, হাবিল উদ্দিন ,মনছুর রহমান, মজিবর রহমান, আব্দুল আলিম, লোকমান আলী, আব্দুস ছাত্তার, হৃদয় বর্মন প্রমুখ বীর মুক্তিযোদ্দাবৃন্দ। সভায় বক্তারা পরিকল্পিত ভাবে দেশের সম্পদ ধংসকারিদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।