পাঁচবিবিতে মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত | Daily Chandni Bazar পাঁচবিবিতে মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৪ ০০:৩২
পাঁচবিবিতে মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রতিনিধি, পাঁচবিবি, জয়পুরহাটঃ

পাঁচবিবিতে মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্য কে সামনে নয়ে জাতীয় মৎস্য সপ্তাহ—২০২৪ উপলক্ষ্যে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহিত কার্যক্রম বিষয়ে জয়পুরহাটের। পাঁচবিবিতে সাংবাদিকদের সাথে উপজেলা মৎস্য কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন সাংবাদিকদের সামনে জাতীয় মৎস্য সপ্তাহ—২০২৪ এর কর্মসূচীর বিস্তারিত তুলে ধরে ব্রিফিং করেন। কর্মসূচীর মধ্যে ৩০ জুলাই মঙ্গলবার মাইকিং এর মাধ্যমে প্রচারণা, ৩১ জুলাই বুধবার পোণা অবমুক্তকরণ, র‌্যালী, আলোচনা সভার মাধ্যমে উদ্বোধন, প্রামান্যচিত্র প্রদর্শন, পরে পর্যায়ক্রমে অংশীজনদের নিয়ে আলোচনা, পানির রাসায়নিক গুনাগুন পরিক্ষা, রচনা প্রতিযোগিতা, সুবিধাভোগীদের প্রশিক্ষণ, উপকরণ বিতরণ এবং ৫ আগস্ট সোমবার  মৎস্য চাষীদের মুল্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হবে।