বগুড়ার শাজাহানপুরে জাতীয় মৎস্য সপ্তাহ মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রমের বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
"ভরবো মাছে মোদের দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (৩০ জুলাই) উপজেলা সেমিনার রুমে মৎস্য সপ্তাহ-২০২৪ এর প্রথম দিনের মতবিনিময় সভা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
উপজেলা মৎস্য অফিসার রাশেদ হাসান সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ, মহিলা ভাইস চেয়ারম্যান পাপিয়া সুলতানা,থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম,গোহাইল ইউপি চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজু, চোপিনগর ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান বাবলু, খোট্টাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুক,আড়িয়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান,খরনা ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আলমগীর হোসেন আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা,বীর মুক্তিযোদ্ধা হজরত আলী,আব্দুল কাফি প্রমুখ।
এছাড়াও মতবিনিময় সভায় মৎস্য চাষী, হ্যাচারী মালিক, আড়তদার, খাদ্য বিক্রেতা, মৎস্য ব্যবসায়ী, জেলে, বিভিন্ন ফিড কোম্পানি প্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।