গাবতলী (বগুড়া) প্রতিনিধি : আগষ্ট শোকের মাস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বগুড়ার গাবতলী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও কালো ব্যাচ ধারণ কর্মসূচি পালন করা হয়। এতে উপজেলা আ.লীগের সভাপতি মোস্তফা আব্দুর রাজ্জাক মিলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ.আই ফয়সাল খান জনির পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সিনিয়র সহ—সভাপতি আব্দুল গফুর, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান ও জিয়াউর রহমান জুয়েল, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ ও গোলাম হোসেন মুকুল, মহিলা বিষয়ক সম্পাদক আছমা বেগম, আ.লীগ নেতা আবু হারেজ, ইব্রাহিম হোসেন, বীর মুক্তিযোদ্ধা জিন্নাহ, মোফাজ্জল হোসেন, পৌর আ.লীগের সভাপতি আজিজার রহমান পাইকার, সহ—সভাপতি আ: গফুর মাস্টার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন কৃষকলীগ নেতা বকুল মিয়া ও হযরত আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হাসানসহ সকল ইউনিয়ন আ.লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।