ফুলবাড়ীতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে নানা শ্রেণি পেশার মানুষ বৃষ্টিতে ভিজে অবস্থান | Daily Chandni Bazar ফুলবাড়ীতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে নানা শ্রেণি পেশার মানুষ বৃষ্টিতে ভিজে অবস্থান | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩ আগস্ট, ২০২৪ ১৭:১৮
ফুলবাড়ীতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে নানা শ্রেণি পেশার মানুষ বৃষ্টিতে ভিজে অবস্থান
প্রতিনিধি, ফুলবাড়ী, দিনাজপুরঃ

ফুলবাড়ীতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে নানা শ্রেণি পেশার মানুষ বৃষ্টিতে ভিজে অবস্থান

দিনাজপুরের ফুলবাড়ী এলাকার নিমতলা মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহন করা শিক্ষার্থী ও সাধারণ মানুষ। ৩ আগস্ট, ২০২৪; ছবি: প্রতিনিধি

কোটা সংস্কার আন্দোলনের ডাকা কর্মসূচি ঘিরে ফের উত্তাল হয়ে উঠেছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকা। এরই ধারাবাহিকতায় দিনাজপুর জেলার ফুলবাড়ী সহ আশেপাশের উপজেলার নানা শ্রেণি পেশার মানুষেরাও পিছিয়ে নেই। গতকাল শনিবার সকাল ১০টায় নিমতলা মোড় থেকে লাল ফিতা পরে বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে নিমতলা মোড়ে এসে শিক্ষার্থী সহ নানা শ্রেণি পেশার মানুষ অবস্থান নেন। 
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এসে তারা বলেন “আপনারা জানেন আমরা কোন ব্যক্তিস্বার্থের জন্য আন্দোলন করছি না। আমাদের আন্দোলন আপনার ও আপনার সন্তানের মুক্তির এই জন্য এই আন্দোলন। কী অপরাধ ছিল আমাদের ভাইদের? সাংবিধানিক আধিকার চাওয়াটি আমাদের অপরাধ? কী অপরাধে শত শত ভাইকে হত্য করা হলো? আমরা এর জবাব জানি না। কিন্তু এর জবাব ও বিচার না নিয়ে আমরা আমাদের আন্দোলন থামাব না। আমরা আন্তর্জাতিকভাবে এই হত্যার বিচার চাই। যারা আহত ও পঙ্গু হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তাদেরকে বাঁচানোর জন্য বৃত্তবানদের এগিয়ে আসার আহব্বান যানাচ্ছি। যে সকল আইন শৃঙ্খলা বাহিনী শিক্ষার্থী সহ নিরীহ মানুষের উপর গুলি চালিয়েছে তাদেরকে খুজে বের করে বিচারের মুখোমুখি করতে হবে। 
মিছিলে অংশ নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, দীর্ঘদিন ধরে দেশে যে অস্থিরতা চলছে, তারই পরিপেক্ষিতে আজকে আমরা এই কর্মসূচি পালন করছি। আমাদের যে ভাইরা হত্যার শিক্ষার হয়েছে তার বিরুদ্ধে আমরা সহ সারা দেশের মানুষরা সোচ্ছার আছি। সাধারণ নাগরিক আমাদের সঙ্গে একাত্ম হয়েছে। যতদিন আমাদের দাবি পূরণ না হয়, আমরা কর্মসূচি চালিয়ে যাব