৩ আগস্ট শনিবার সকাল ১১ টায় দেশব্যাপী বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচি বিক্ষোভ সমাবেশ বগুড়া প্রেসক্লাবের সম্মুখে অনুষ্ঠিত হয়। সমাবেশের সঞ্চালনায় ছিলেন সিপিবি বগুড়া জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে ও কমরেড সাজেদুর রহমান ঝিলাম'র।
সভায় বক্তব্য রাখেন সিপিবি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মোঃ আমিনুল ফরিদ, সম্পাদক মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড সন্তোষ কুমার পাল, কমরেড শাহনিয়াজ কবির খান পাপ্পু, কমরেড এনামুল হক, কমরেড শুভ শংকর গুহ রায় বাবুন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদ'র সভাপতি ছাত্রনেতা সাব্বির আহমেদ রাজ, ছাত্রনেতা জয় ভৌমিক প্রমূখ।
বিক্ষোভ সমাবেশ বক্তারা বলেন, দেশের ছাত্র- জনতার কোন আন্দোলন বৃথা যায়নি, এবারের রক্তস্নাত ছাত্র-জনতার আন্দোলন বৃথা যাবে না। চলমান আন্দোলনে আত্মাহুতি দেয়া ছাত্র-জনতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে অবিলম্বে ছাত্র - জনতা হত্যার বিচার, রাজপথ থেকে বিভিন্ন বাহিনী প্রত্যাহার করে সভা সমাবেশের অধিকার নিশ্চিত করা, হত্যা যজ্ঞের দায় ও ধ্বংসযজ্ঞ ঠেকাতে না পারার দায় নিয়ে সরকারের পদত্যাগর দাবি জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ দেশে আটক সকল পর্যায়ের ছাত্র ও রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তির দাবি জানান। খবর বিজ্ঞপ্তির