কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ১ দফা দাবি | Daily Chandni Bazar কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ১ দফা দাবি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩ আগস্ট, ২০২৪ ১৯:১০
Student Movement
কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ১ দফা দাবি
৯ দফা দাবি হতে সরকার পতনের ১ দফা দাবি
অনলাইন ডেস্ক

কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ১ দফা দাবি

কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেত শিক্ষার্থী ও জনতা। ৩ আগস্ট, ২০২৪; ছবি: অনলাইন ডেস্ক

কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তারা সরকার পতনের দাবিতে অসহযোগের ডাক দিয়েছে।  

শনিবার (৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এই এই ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। 

নাহিদ বলেন, আমাদের এক দফা হলো শেখ হাসিনার পদত্যাগ এবং এই সরকারের লুটপাট-দুর্নীতির বিচার। আমরা জেলের তালা ভেঙ্গে আমাদের ভাইদের আনব। আমরা সবার সঙ্গে আলোচনা করে সম্বিলিত মোর্চা গঠন করব। দেশের রূপরেখা ঘোষণা করব। আগামীকাল থেকে সর্বত্র অসহযোগ আন্দোলন হবে।

তিনি আরও বলেন, যদি ইন্টারনেট বন্ধ হয়, কারফিউ জারি হয় আমরা মেনে নেব না। সরকার যদি জনগণের বিরুদ্ধে দাঁড়ায়, এটা জনগণ মানবে না। আপনারা যদি অস্ত্র চালান তাহলে প্রতিরোধ হবে। আমরা সব গণহত্যার বিচার করব বাংলার মাটিতে।

এর আগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদ মিনারে এসে যোগ দেন। সায়েন্সল্যাব, ধানমন্ডি, প্রেস ক্লাব বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে শহীদ মিনারে আসেন শিক্ষার্থীরা।

কর্মসূচি শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আন্দোলনকারীরা শহীদ মিনার এলাকা থেকে বিভিন্ন দিকে চলে যান। এসময় এক দল তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির ভাসার গেট ভাঙার চেষ্টা করেন। অন্যদিকে আন্দোলনকারীদের একটি দলকে শাহবাগেও জড়ো হতে দেখা যায়।