সোনাতলায় এক দফা দাবিতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচী | Daily Chandni Bazar সোনাতলায় এক দফা দাবিতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৫ আগস্ট, ২০২৪ ০০:৩২
সোনাতলায় এক দফা দাবিতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচী
প্রতিনিধি, সোনাতলা, বগুড়াঃ

সোনাতলায় এক দফা দাবিতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচী

বগুড়ার সোনাতলা উপজেলার মানচিত্র।

৪ আগস্ট রবিবার বগুড়ার সোনাতলায় একদফা দাবিতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল করে। কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ব্যানারে অসহযোগ আন্দোলনে শ্লোগানে বিক্ষোভ, মিছিল পৌর সড়কগুলো প্রদক্ষিণ করে। গতকাল ৪ আগস্ট বেলা ১১টায় বেশ কিছু আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রথমে সোনাতলা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এন্ড  কলেজে প্রবেশ করলে সেখানে প্রধান শিক্ষক সহ পুলিশের বাধায় আন্দোলনকারীরা প্রতিষ্ঠান ত্যাগ করে । পরে তারা  ধীরে ধীরে আরো আন্দোলনকারী  শিক্ষার্থীরা যুক্ত হলে শ্লোগান দিয়ে শহীদ মিনারে প্রবেশ করার চেষ্টা করলে  সে সময় সহকারী কমিশনার (ভূমি) খাদিজা খাতুন সহ পুলিশ আন্দোলনকারীদের বুঝিয়ে বললে আন্দোলনকারীরা মিছিল নিয়ে বিভিন্ন শ্লোগানে  শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে এসে অবস্থান নেয়। এসময় থানা পুলিশ তাদেরকে শান্ত ভাবে ফিরে যেতে বলে। শেষে আন্দোলনকারীরা তাদের কমিটি ঘোষনা করে ও পরবর্তী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে।