
প্রকাশিত : ৫ আগস্ট, ২০২৪ ০০:৪২
গাইবান্ধার পলাশবাড়ীতে এমপি- মেয়রের বাড়ী ভাংচুর,পৌরসভা কার্যালয় ও যানবাহনে আগুন
পুলিশসহ আহত বেশ কয়েকজন
প্রতিনিধি, পলাশবাড়ী, গাইবান্ধাঃ
গাইবান্ধার পলাশবাড়িতে আন্দোলনকারীদের মিছিল। ৪ আগস্ট, ২০৪; ছবি- প্রতিনিধি
পলাশবাড়ী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কারীদের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিনে পলাশবাড়ী পৌরসভা কার্যালয় অগ্নিসংযোগ, যাত্রীবাহী বাসে আগুন এমপি ও মেয়রের বাস ভবন ভাংচুরসহ বেশ কিছু যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
রোববার বেলা ১১ টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপুর্ন একটি বিশাল মিছিল পৌর শহরের রংপুর বাসষ্ট্যান্ড থেকে বের চৌমাথা মোড়ে পৌছিলে স্থানীয় সিটি ব্যাংকের উপর থেকে কতিপয় দৃস্কৃতিকারীরা মিছিলকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করলে ঘটনার সুত্রপাত হয়। এসময় সাধারণ ছাত্রদের সাথে যোগ দেয় জামায়াত- বিএনপি নেতাদের যোগ দিতে দেখা যায়।
প্রথমে তারা পলাশবাড়ী পৌর মেয়রের বাড়ী ও গাড়ীতে ব্যাপক ভাংচুর চালিয়ে অগ্নিসংযোগ করে।পরে জান্নাত পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা।পরে পলাশবাড়ী পৌরসভা কার্যালয়ে ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগ করে।এসময় তারা পৌরসভার একটি মোটরসাইকেলসহ বেশ কয়েকটি যানবাহনের অগ্নিসংযোগের ঘটনা ঘটনায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এতে পরিবেশ কিছুটা শান্ত হয়ে আসে।