নওগাঁর রাণীনগরে এক দফা দাবিতে অসহযোগ আন্দোলন করেছে শিক্ষার্থীরা। ৪ আগস্ট রবিবার সকালে রাণীনগর ছাত্র আন্দোলন পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১০টায় সদরের রেলওয়ে স্টেশন এলাকা থেকে বিক্ষোভ মিছিল করা হয়। এতে উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কলেজের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। মিছিলটি রাণীনগর বাজার হয়ে উপজেলা গোলচত্বরে গিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেয়। এ সময় শিক্ষার্থীরা নানা স্লোগান দেন এবং এক দফা সরকারের পদত্যাগের দাবি জানান। এছাড়া দেশের বিভিন্ন স্থানে আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ ও নিহত শিক্ষার্থীদের বিচারের দাবি জানান তারা। এরপর সেখান থেকে হাসপাতাল গেট হয়ে আবারও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে রাণীনগর বাজারের বিজয়ের মোড়ে এসে অবস্থান নেয় এবং সমাবেশ করেন। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন