গুলি চালাতে নিষেধ করেছি, আপনারা সংযত থাকুন: সেনাপ্রধান
বাংলাদেশের জনতার উদ্দেশে সেনাপ্রধানের আর্জি আপনারা শান্তি বজায় রাখুন। ভাঙচুর করবেন না। আমি নির্দেশ দিয়েছি পুলিশ বা সেনাবাহিনী গুলি চালাবে না।
প্রতিটি হত্যার বিচার হবে জানালেন সেনাপ্রধান
প্রতিটি হত্যার বিচার হবে জানালেন সেনাপ্রধান ওয়াকার উজ জামান। তবে একই সঙ্গে তিনি বাংলাদেশের জনতাকে বলেছেন হিংসা পরিহার করে সংযত হওয়ার এবং শান্তি বজায় রাখার।
অন্তর্বর্তী সরকার গঠন করে দেশ চালাব বললেন সেনা প্রধান
বাংলাদেশের সেনা প্রধান বললেন, ‘‘অন্তর্বর্তী সরকার গঠন করে দেশ চালাব’’। প্রতিটি হত্যার বিচার হবে।
ভাষণের আগে দেশের বিশিষ্টজনেদের সঙ্গে বৈঠক করেন সেনাপ্রধান
জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার আগে বাংলাদেশের বিশিষ্টজন এবং রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন সেনা প্রধান ওয়াকার উজ জামান। ওই বৈঠকে ডাকা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল।
ভাষণের কথা আগেই ঘোষণা করেছিল সেনাবাহিনী
হাসিনা ঢাকা ছাড়ার আগেই বাংলাদেশের সেনাবাহিনীর তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
হাসিনাকে পদত্যাগের সময় বেঁধে দিয়েছিল সেনাবাহিনী
সোমবার দুপুর আড়াইটে নাগাদ ঢাকার বাসভবন ছেড়ে বোনকে নিয়ে কপ্টারে রওনা হন শেখ হাসিনা। তার আগে তাঁকে পদত্যাগের সময় বেঁধে দেয় বাংলাদেশের সেনাবাহিনী। হাসিনা ইস্তফা দিয়েই দেশ ছাড়েন। কপ্টারে এসে পৌঁছন ভারতে।