
প্রকাশিত : ৫ আগস্ট, ২০২৪ ২০:৪৯
শেখ হাসিনার পদত্যাগ: রাণীনগরে শিক্ষার্থীদের উল্লাস, আনন্দ মিছিল
প্রতিনিধি, রাণীনগর, নওগাঁ :
নওগাঁর রাণীনগর উপজেলায় বিজয় উল্লাস ও আনন্দ মিছিল। ৫ আগস্ট, ২০২৪; ছবি: প্রতিনিধি
শেখ হাসিনার পদত্যাগের পর দেশ ছাড়ার খবরে নওগাঁর রাণীনগর উপজেলায় বিজয় উল্লাস ও আনন্দ মিছিল করেছে শিক্ষার্থীরা। সোমবার বিকালে রাণীনগর বাজারে এ বিজয় উল্লাস ও আনন্দ মিছিল হয়। এতে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষার্থীরা মিছিলটি রাণীনগর রেলওয়ে স্টেশন এলাকা থেকে বের করেন। এরপর রাণীনগর বাজার ও উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর রাণীনগর বাজারে এসে আনন্দ মিছিলটি শেষ করা হয়।