নাশকতা প্রতিরোধে পাড়া মহল্লায় প্রতিরোধ গড়ে তুলতে হবে: ধুনট বিএনপি | Daily Chandni Bazar নাশকতা প্রতিরোধে পাড়া মহল্লায় প্রতিরোধ গড়ে তুলতে হবে: ধুনট বিএনপি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৬ আগস্ট, ২০২৪ ২৩:৩২
নাশকতা প্রতিরোধে পাড়া মহল্লায় প্রতিরোধ গড়ে তুলতে হবে: ধুনট বিএনপি
প্রতিনিধি, ধুনট, বগুড়াঃ

নাশকতা প্রতিরোধে পাড়া মহল্লায় প্রতিরোধ গড়ে তুলতে হবে: ধুনট বিএনপি

বগুড়ার ধুনট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ধুনট বাজারে বিশাল গণবিজয় মিছিল বের হয়। ৬ আগস্ট, ২০২৪- ছবি: প্রতিনিধি

নাশকতা প্রতিরোধে পাড়া—মহল্লায় প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়েছেন বগুড়ার ধুনট উপজেলা বিএনপির সভাপতি একেএম তৌহিদুল আলম মামুন। মঙ্গলবার দুপুরে ধুনট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে গণবিজয় মিছিল শেষে ধুনট ফলপট্টি এলাকায় এক পথসভায় নেতাকর্মীদের উদ্দে্যশে তিনি একথা বলেন।

বিএনপি নেতা তৌহিদুল আলম বলেন, বিজয়ের এই আনন্দঘন সময় শান্তভাবে উদযাপন করুন। কেউ প্রতিশোধ বা প্রতিহিংসা পরায়ন হবেন না। কেউ নিজের হাতে আইন তুলে নিবেন না।

তিনি আরো বলেন, দেশের সম্পদ আপনার ও আমার, রক্ষা করার দায়িত্বও আপনার ও আমার। সংখ্যালঘু এবং উপাসনালয়গুলো রক্ষা করাও আমাদের নৈতিক দায়িত্ব। তাই সবাই শান্ত থাকুন।

পথসভায় আরো বক্তব্য রাখেন ধুনট পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মনছুর পাশা, সহ—সভাপতি আনিছুর রহমান বাদশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবু হোসেন চঞ্চল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, মুঞ্জিল হক, উপজেলা বিএনপি নেতা সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, শরাফত জামান পাশা, আব্দুল খালেক মন্ডল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহিদ মাহমুদ সুমন, কামরুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক আবু তালহা শামীম, উপজেলা শ্রমিকদলের সভাপতি বনি আমিন, জেলা ছাত্রদলের সহ—সাংগঠনিক সম্পাদক জিন্নাহুর রহমান রাকিব, ছাত্রদল নেতা আল নোমান, জুয়েল রানা, জিয়ানুর রহমান, বিল্পব প্রমূখ।