পত্নীতলায় শান্তি শৃঙ্খল্য সমুন্নত রাখতে সর্বদলের সমন্বয়ে সভা অনুষ্ঠিত | Daily Chandni Bazar পত্নীতলায় শান্তি শৃঙ্খল্য সমুন্নত রাখতে সর্বদলের সমন্বয়ে সভা অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ আগস্ট, ২০২৪ ০০:০৭
পত্নীতলায় শান্তি শৃঙ্খল্য সমুন্নত রাখতে সর্বদলের সমন্বয়ে সভা অনুষ্ঠিত
প্রতিনিধি, পত্নীতলা, নওগাঁঃ

পত্নীতলায় শান্তি শৃঙ্খল্য সমুন্নত রাখতে সর্বদলের সমন্বয়ে সভা অনুষ্ঠিত

দেশের চলমান পরিস্থিতিতে পত্নীতলায় উপজেলায় শান্তি শৃঙ্খলা সমুন্নত রাখতে সর্বদলের সমন্বয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৫টায় উপজেলা নির্বাহী অফিসার পপি খাতুনের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়। 
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর মাহমুদ, বিএনপির সাবেক সাংসদ সামসুজ্জোহা খান, ডাঃ আবু ওবায়দা, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএনপির আব্দুল হামিদ, ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম শেফা, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামায়াতে ইসলামীর এর হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টি সভাপতি আজিজার রহমান, সাধারণ সম্পাদক আজগর আলী, পত্নীতলা প্রেসক্লাব সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী সহ বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী এর অন্যান্য নেত্রীবৃন্দ, সাধারণ শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ প্রমুখ।