আদমদীঘি উপজেলা বিএনপির উদ্যোগে শান্তি মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত | Daily Chandni Bazar আদমদীঘি উপজেলা বিএনপির উদ্যোগে শান্তি মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ আগস্ট, ২০২৪ ০১:১৭
আদমদীঘি উপজেলা বিএনপির উদ্যোগে শান্তি মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রতিনিধি, আদমদীঘি, বগুড়াঃ

আদমদীঘি উপজেলা বিএনপির উদ্যোগে শান্তি মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

সোমবার আওয়ামীলীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান এর নেতৃত্বে শান্তি মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ—সভাপতি ও নশরতপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, সহ—সভাপতি আব্দুল বাকী সরকার, শাহিন ইসলাম, যুগ্ম সম্পাদক এস. মাসুদ আহম্মেদ, ফরিদ হোসেন, ছাত্রদল নেতা কাওছার আহম্মেদ দ্বীপ সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।