লংমার্চ টু ঢাকা’ কর্মসূচিতে গিয়ে মারা গেলেন বগুড়ার মাহফুজ | Daily Chandni Bazar লংমার্চ টু ঢাকা’ কর্মসূচিতে গিয়ে মারা গেলেন বগুড়ার মাহফুজ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ আগস্ট, ২০২৪ ০১:৫৯
লংমার্চ টু ঢাকা’ কর্মসূচিতে গিয়ে মারা গেলেন বগুড়ার মাহফুজ
নিজস্ব প্রতিবেদক

লংমার্চ টু ঢাকা’ কর্মসূচিতে গিয়ে মারা গেলেন বগুড়ার মাহফুজ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 'লংমার্চ টু ঢাকা' কর্মসুচিতে গিয়ে গত ৫ই আগষ্ট দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকায় পুলিশের গুলিতে নিহত বগুড়া সদরের রাজাপুর ইউনিয়ন কুটুরবাড়ী গ্রামের মৃত মজনু প্রামাণিক এর দিত্বীয় পুত্র মোঃ মাহফুজার রহমান মাহফুজ। তার মরদেহ ৬ই আগষ্ট বগুড়ায় নিজ বাড়ীতে আনা হলে এলাকায় শোকের ছায়া মেনে আসে। মঙ্গলবার বাদ আসর কুটুরবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। উক্ত নামাজে জানাজায় দুরদুরান্ত থেকে আসা হাজার হাজার মুসুল্লি অংশ নেয়। যানাজা শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন সম্পুর্ণ করা হয়। নামাজে জানাজায় উপস্থিত ছিলেন ৫নং রাজাপুর ইউনিয়ন এর গন্যমান্য ব্যক্তিবর্গ মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বগুড়া জেলা সম্মিলিত শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ, বগুড়া জেলা ডেকোরেটর শ্রমিক ইউনিয়ন সহ জোড়গাছা, জয়বাংলা হাট বন্দর কমিটি ও দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ। মরহমের রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন কুটুরবাড়ী দক্ষিণ পাড়া জামে মসজিদ এর খতিব মাওলানা মোঃ আবু বক্কর ছিদ্দিক।