
হিন্দু সনাতণ ধর্মালম্বী সমাজের উদ্যোগে রংপুর মহানগরীতে সকল মন্দির রক্ষা কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বিকালে নগরীর সুমি কমিউনিটি সেন্টার মিলনায়তনে মন্দির রক্ষা কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভার সমন্বয়ক তৌহিদুর রহমানের সঞ্চালনায় ও রংপুর ডেইরী ফার্ম এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ লতিফুর রহমান মিলনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু । বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড. মাহাফুজ উন নবী ডন, রংপুর জেলা যুবদলের সভাপতি মোঃ নাজমুল আলম নাজু, সাংবাদিক ইউনিয়ানের সভাপতি মোঃ সালেকুজ্জামান সালেক, কালিবাড়ি মন্দির কমিটির সভাপতি ডাঃ নিখিলেন্দু শংকর গুহ রায় , ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভ রঞ্জন দেব বাবলু, সাংবাদিক সুশান্ত ভৌমিক, সামজ সেবক তৌহিদ হোসেন, সমাজ সেবক শুব্রত সরকার মুকুল, বেরোবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ সহ অনেকে।