রংপুরে সাংবাদিক জালালের শাশুড়ী মালতী খানের পরলোকগমন | Daily Chandni Bazar রংপুরে সাংবাদিক জালালের শাশুড়ী মালতী খানের পরলোকগমন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ আগস্ট, ২০২৪ ২২:৫৬
রংপুরে সাংবাদিক জালালের শাশুড়ী মালতী খানের পরলোকগমন
নিজস্ব প্রতিবেদক, রংপুরঃ

রংপুরে সাংবাদিক জালালের শাশুড়ী মালতী খানের পরলোকগমন

রংপুর কেরামতিয়া জামে মসজিদ প্রাঙ্গনে মালতী খান (৭০) এর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। - ছবি: রংপুর অফিস

রংপুরে সাংবাদিক জালালের শাশুড়ী ও মুন্সিপাড়া নিবাসী মৃত আলম খানের স্ত্রী  মালতী খান (৭০) আর নেই । গতকাল (৭ আগস্ট) বুধবার সকাল ৫টায় মুন্সিপাড়াস্থ নিজ বাস ভবনে বাধ্যক্ষজনিত কারনে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি....রাজিউন), মৃত্যকালে তিনি ২ মেয়ে সহ অসংখ গুনগ্রাহী রেখে যান। বুধবার বাদ যোহর রংপুর কেরামতিয়া জামে মসজিদ মাঠে মরহুমের জানাজার নামাজ আনুষ্ঠিত হয়। জানাজা শেষে নগরীর মুন্সিপাড়া কবরস্থানে মরহুমের দাফনকার্য সম্পুন্ন করা হয়। জানাজার নামাজে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক কাজী জুননুন, সাবেক কাউন্সিলর মুনতাছির শামীম লাইকো, মরহুমের জামাতা শামীম খান মিসকিন, জামাতা মোঃ জালাল উদ্দিন সহ এলাকার সকল মুসল্লিগণ ।