রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের জরুরী সভা অনুষ্ঠিত | Daily Chandni Bazar রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের জরুরী সভা অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ আগস্ট, ২০২৪ ২৩:০১
রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের জরুরী সভা অনুষ্ঠিত
জালাল উদ্দিন, রংপুর -

রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের জরুরী সভা অনুষ্ঠিত

রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের জরুরী সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান বাবু। ৭ আগস্ট, ২০২৪; ছবি: নিজস্ব প্রতিবেদক, রংপুর।

রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের জরুরী সভা অনুষ্ঠিত হয়। বুধবার (৭ আগষ্ট) বেলা ১২টায় রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন মটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে জরুরী সভায় বর্তমান সময় বিশ্লেষন করে সর্ব সম্মতিক্রমে রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এমএ মজিদের অনুপুস্থিতে  ১ নং সহ সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান বাবুকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। সভায় সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পারভেজ হোসেন পলাশকে শপথ গ্রহণ করিয়ে পূর্ণবহাল করা হয় এবং সভায় বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জরুরী সভায় উপস্থিত ছিলেন রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের কার্যকরী পরিষদের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম রাজা, সহ সভাপতি শামিম, মালু মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান বাবু, কোষাধ্যক্ষ শাহরিয়ার হোসেন বিটুল, সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক নয়ন মিয়া, প্রচার সম্পাদক শামিম মিয়া, শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পারভেজ হোসেন পলাশ, সড়ক সম্পাদক মোতালেব হোসেন, ছাদেক আলী, কবীর হোসেন, কার্যকরী সদস্য শাহান সরকার, আরমান হোসেন, রোস্তম আলী, মঞ্জিল হোসেন, মেহের উদ্দিন প্রমূখ । সভায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু বলেন, আমাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্বাচন করায় সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সকল শ্রমিকদের সুযোগ সুবিধা দেখবো ও পাশে দাড়াবো। তিনি আরো বলেন, সাময়িক এই সমস্যা যতদিন থাকবে আমরা ততদিন সঠিক ভাবে নিজেদের দায়িত্ব পালন করবো।