গোবিন্দগঞ্জে বিএনপি’র উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত | Daily Chandni Bazar গোবিন্দগঞ্জে বিএনপি’র উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ আগস্ট, ২০২৪ ২৩:৫১
গোবিন্দগঞ্জে বিএনপি’র উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত
প্রতিনিধি, গোবিন্দগঞ্জ, গাইবান্ধাঃ

গোবিন্দগঞ্জে বিএনপি’র উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার বিকেলে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত উক্ত শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক  ফারুক আহম্মেদ। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব রেজানুল হাবিব প্রধান রফিক, সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা ফারুক কবির আহম্মদ, পৌর বিএনপি’র আহবায়ক রবিউল কবির মনু, সদস্য সচিব আবু জাফর লেলিন, উপজেলা বিএনপি’র সিনিয়র  যুগ্ম আহবায়ক এস.এম আলতাব হোসেন পাতা, যুগ্ম আহবায়ক রাখালবুরুজ ইউপি চেয়ারম্যান হাসানুর রহমান চৌধুরী ডিউক, বিএনপি নেতা সাজাদুর রহমান সাজু, ওলামা দলের সভাপতি মাওলানা ইসমাইল হোসেন সিরাজী, বিএনপি নেতা সুফি আনিসুজ্জামান বিদ্যুৎ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান আকন্দ, পৌর যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আনোয়ার হোসেন গোলাপ, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেবাশীষ কুমার চাকী কাজল, পৌর শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আল আমিন রনি, সদস্য সচিব মনির হোসেন সরকার প্রমুখ। গোবিন্দগঞ্জ উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ—সহযোগী সংগঠনের বিপুল সংখ্যাক নেতাকর্মী এ শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন।