বর্তমান পরিস্থিতিতেও সচল পায়রা বন্দরের অপারেশনাল কার্যক্রম | Daily Chandni Bazar বর্তমান পরিস্থিতিতেও সচল পায়রা বন্দরের অপারেশনাল কার্যক্রম | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ আগস্ট, ২০২৪ ১৫:৩৭
বর্তমান পরিস্থিতিতেও সচল পায়রা বন্দরের অপারেশনাল কার্যক্রম
কলাপাড়া, পটুয়াখালী সংবাদদাতাঃ

বর্তমান পরিস্থিতিতেও সচল পায়রা বন্দরের অপারেশনাল কার্যক্রম

পায়রা বন্দর বাংলাদেশ। ছবি: সংবাদদাতা

বর্তমান পরিস্থিতিতেও সচল রয়েছে পায়রা বন্দরের অপারেশনাল কার্যক্রম। বর্হিনঙ্গর ও অ্যন্তরীন জেটিতে চলছে পন্য খালাস কার্যক্রম। তবে বন্দরের নিরাপত্তায় ৪৮ জন নিজস্ব নিরাপত্তাকর্মী ও ৫০ জন আনসার সদস্য সহ ৪২ জন নৌ-বাহিনীর সদস্য কাজ করছে। বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা বন্দরের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন চৌধুরী। তিনি বলেন, আজ বন্দরে ২৪ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে এমভি এন্টি গনি ফোর্স নামে একটি জাহাজ ভিড়বে। এছাড়া জুলাই মাসে পায়রা বন্দরে এসেছে ১২ টি জাহাজ। আর আগষ্টে এ পর্যন্ত  ৫ টি বিদেশী জাহাজ ভিড়েছে। এতে রাজস্ব আয় হয়েছে প্রায় ৪০ কোটি টাকা। ইতিমধ্যে বন্দরের কেপিটাল ড্রেজিং কাজ শেষ হয়েছে। এখন মেইন্টেনেন্স ড্রেজিং করতে পারলে বন্দরের কার্যক্রম সফলভাবে চালানো সম্ভব হবে।