শিক্ষার্থীদের হাতের ছোঁয়ায় রঙ্গিন হচ্ছে নাগেশ্বরী উপজেলা | Daily Chandni Bazar শিক্ষার্থীদের হাতের ছোঁয়ায় রঙ্গিন হচ্ছে নাগেশ্বরী উপজেলা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২৪ ০০:১০
Kurigram News
শিক্ষার্থীদের হাতের ছোঁয়ায় রঙ্গিন হচ্ছে নাগেশ্বরী উপজেলা
প্রতিনিধি, নাগেশ্বরী , কুড়িগ্রামঃ

শিক্ষার্থীদের হাতের ছোঁয়ায় রঙ্গিন হচ্ছে নাগেশ্বরী উপজেলা

কুড়িগ্রামের নাগেশ্বরীতে দেয়ালে ছবি আকছেন শিক্ষার্থীরা। ১৬ আগস্ট, ২০২৪। ছবি- প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারন  শিক্ষার্থীদের উদ্যোগে সুন্দর একটি দেশ ও পরিবেশ গড়তে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালন করছে দেয়াল লিখন কর্মসুচী। সারা দেশের ন্যায় নাগেশ্বরী উপজেলায় বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা, মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের নিজ নিজ উদ্যোগে প্রতিটি দেয়ালে দেয়ালে আন্দোলনের বিজয়ের ছবি সহ লিখছেন নানা স্লোগান আঁকছে গ্রাফিতি। এ সবের মধ্য দিয়ে সমাজের বৈষম্য নিরসন এবং আন্দোলনে শহীদদের স্মরণ করছে। এ দায়িত্ব পালনকালে সহিংসতা দুর্নীতি ও অপকর্ম মুক্ত বাংলাদেশ গড়ার শপথ করেন এবং পাশাপাশি মাতৃভূমি রক্ষার অঙ্গীকার করেন, এছাড়াও অগোছালো দেশটা যাতে গোছানো সাজানো যায় সুন্দর একটি বাংলাদেশ উপহার দেয়া যায় সেই লক্ষ্যে দেয়াল লিখনের কর্মসূচিসহ বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেও মনিটরিং চলছে বলে জানান  মেডিকেল কলেজ ও নাগেশ্বরী সরকারি কলেজের শিক্ষার্থী সুরাইয়া জাহান দৃষ্টি। অন্যদিকে ৫ আগস্ট যে দ্বিতীয় গণ অভ্যুখান হলো ছাত্র জনতা,এই গনঅভুথানের চিত্র ফুটে তোলার জন্য দেয়ালে দেয়ালে গ্রাফিতি করা হচ্ছে বলে জানান রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হাবিবা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ  শিক্ষার্থীদের বিভিন্ন উদ্যোগ দেখে খুশি স্থানীয় সুধী সমাজ।