
গণহত্যার বিচার, বিতর্কিত কারিকুলাম বাতিল, শিক্ষাব্যাবস্থা জাতীয় করণ ও শিক্ষার সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনার দাবিতের রংপুরে জাতীয় শিক্ষক ফোরাম রংপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল (১৭ আগস্ট ) শনিবার বেলা ১২টায় রংপুর প্রেসক্লাবের সামনের মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলান মোঃ আব্দুর রহমান কাশেমী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ সাইফুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ আমিনুজ্জামান পিয়াল, জাতীয় শিক্ষক ফোরাম আলিয়া মাদ্রাসা শাখার সমন্বয়ক মাওলানা মোঃ সানোয়ার , ইসলামী ছাত্র আন্দেলন রংপুর জেলা শাখার মোঃ এমদাদ মিয়া, ইসলামী যুব আন্দেলন রংপুরের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ হাবিবুর রহমান, হাফেজ মাওলানা আওলাদ হোসেন, সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় শিক্ষক ফোরাম রংপুর জেলা শাখার সভাপতি প্রভাষক আব্দুল আলিম।