রংপুরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে কর্মরত আউটসোর্সিং কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত | Daily Chandni Bazar রংপুরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে কর্মরত আউটসোর্সিং কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২৪ ২১:২৫
রংপুরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে কর্মরত আউটসোর্সিং কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, রংপুরঃ

রংপুরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে কর্মরত আউটসোর্সিং কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত

“আর নয় চুক্তি, আমরা চাই মুক্তি” স্লোগানকে সামনে রেখে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এর আউটসোর্সিং ও দৈনিক মজুরী ভিত্তিক কর্মরত সকল কর্মচারীদের বয়স শিথিল করে তাদের স্ব স্ব পদে চাকরি স্থায়ীকরণের ১ দফা দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে কর্মরত আউটসোর্সিং কর্মচারীরা। শনিবার (১৭ আগস্ট) সকাল ১০ টায় রংপুর প্রেসক্লাব চত্বরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে কর্মরত রংপুর বিভাগের সকল আউটসোর্সিং কর্মচারীদের আয়োজনে উক্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, আমরা বৈষম্যের শিকার হতে চাইনা, বৈষম্য মুক্ত হয়ে থাকতে চাই, বৈষম্য মুক্ত সমাজ চাই। আমরা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে আউটসোর্সিংএ কর্মরত আছি, বেতন পাই দৈনিক মজুরী হিসেবে। এতে করে আমাদের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। সৈরাচার শেখ হাসিনা সরকার আমাদের জন্য কিছুই করেনি। আমাদের দাবি বারবার নাকচ করেছে। তাই বর্তমান সরকারের কাছে আমাদের একটাই দাবি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এর আউটসোর্সিং ও দৈনিক মজুরী ভিত্তিক কর্মরত সকল কর্মচারীদের বয়স শিথিল করে তাদের স্ব স্ব পদে চাকরি স্থায়ীকরণ করা হোক। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে কর্মরত রংপুর বিভাগের আউটসোর্সিং কর্মচারী হারুনুর রশিদ, সফিকুল ইসলাম, লিটন কুমার, মেনহাজুল ইসলাম, হাসান আলী, মানিক হোসেন, সোহেল খান, জনি, আনিসুর রহমান, রুবেল, মামুনুর রশীদ প্রমূখ। এ সময় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এর আউটসোর্সিং ও দৈনিক মজুরী ভিত্তিক কর্মরত রংপুর বিভাগের সকল কর্মচারীরা উপস্থিত ছিলেন