সব জেলার ডিসিদের প্রত্যাহারের সিদ্ধান্ত | Daily Chandni Bazar সব জেলার ডিসিদের প্রত্যাহারের সিদ্ধান্ত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৪ ০১:২৩
সব জেলার ডিসিদের প্রত্যাহারের সিদ্ধান্ত
অনলাইন ডেস্ক

সব জেলার ডিসিদের প্রত্যাহারের সিদ্ধান্ত

উদ্ভূত পরিস্থিতিতে সব জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবারের (২০ আগস্ট) মধ্যে তাদের প্রত্যাহার করা হবে। এরপর নতুন করে ডিসি নিয়োগ দেওয়া হবে বলে জানা গেছে।

এ বিষয়ে সোমবার (১৯ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের কক্ষে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ডিসিদের প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, উদ্ভূত পরিস্থিতিতে দায়িত্ব পালনে অনেক ডিসি অনীহার কথা জানিয়েছেন। তারা মাঠ প্রশাসন থেকে ফেরত নেওয়ার জন্য ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথাও বলেছেন। সবমিলিয়ে সব জেলা প্রশাসককে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র জানায়, ডিসি নিয়োগ ইস্যুতে বিগত সরকারের আমলে বঞ্চিত পাঁচ কর্মকর্তার সহায়তা নেওয়া হবে। তারা হলেন- বিসিএস ২৪ ব্যাচের নুরজাহান খানম ও নজরুল ইসলাম, ২৫ ব্যাচের নুরুল করিম ভুইয়া ও ফরিদা খানম এবং ২৭ ব্যাচের সারোয়ার আলম।