শিবগঞ্জ নাগরবন্দর অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় পথচারীদের দীর্ঘদিনের কষ্ট লাঘব | Daily Chandni Bazar শিবগঞ্জ নাগরবন্দর অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় পথচারীদের দীর্ঘদিনের কষ্ট লাঘব | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৪ ০০:৪৬
শিবগঞ্জ নাগরবন্দর অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় পথচারীদের দীর্ঘদিনের কষ্ট লাঘব
প্রতিনিধি, শিবগঞ্জ, বগুড়াঃ

শিবগঞ্জ নাগরবন্দর অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় পথচারীদের দীর্ঘদিনের কষ্ট লাঘব

বগুড়ার শিবগঞ্জ  উপজেলার নাগর বন্দরে আওয়ামী লীগ সরকার সমর্থিত প্রভাবশালীরা দীর্ঘদিন যাবত নাগরবন্দর পিরব সড়কে অবৈধ স্থাপনা নির্মাণ করে ব্যবসা বাণিজ্য চালিযে আসছিল। এতে করে পশ্চিম অঞ্চলের ১ লক্ষ মানুষের চলাচলের একমাত্র সড়কটিতে যানজট লেগেই থাকত। এতে করে পথচারীদের চরম ভোগান্তিতে পড়তে হত। একই স্থানটি তিন মাথার মোড়ের সঙ্গে মোকামতলা, জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের সংযোগ থাকায় সড়কটির গুরুত্ব অপরিসীম। মোকামতলা জয়পুরহাট মহাসড়কটির হিলির স্থল বন্দর পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা চালু থাকায় হিলি স্থল বন্দরের বিভিন্ন পণ্য উত্তর অঞ্চল সহ ঢাকা রাজধানীর সঙ্গে যোগাযোগের একমাত্র সংযোগ সড়ক হওয়ায় স্থানীয় হাট বারে যানজট  আরো চরম আকার ধারণ করে। ক্ষমতার পট পরিবর্তন হওয়ায় এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে সড়কটি উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এলাকাবাসী জানান, সড়কটির  উভয় পার্শ্বে অবৈধ স্থাপনা নির্মান করে একটি প্রভাবশালী মহল সরকারি রাজস্ব ফাকি দিয়ে ক্ষমতার অপব্যবহার করে জায়গাগুলি দখল করে ব্যবসা বাণিজ্য করে আসছিল। এর প্রেক্ষিতে গতকাল সকালে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সহকারী কমিশনার ভূমি তাসনিমুজ্জামানের নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদের পরিচালনা করায় উপজেলা প্রশাসনকে সাধুবাদ জানিয়ে এলাকার ব্যবসায়ী ও উপজেলা বিএনপির পক্ষ থেকে তৎক্ষনাৎ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ অর্থ বিষয়ক সম্পাদক ও মা ইলেকট্রনিক্সের স্বত্ত্বাধিকারী ফারুক আহমেদ। আরও বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আবু বক্কর,হানিফ উদ্দিন,আমিনুল ইসলাম মুশফিক, সাবেক পৌর কাউন্সিলর ইয়াকুব আলী, আজিজার রহমান, বুলু মিয়া প্রমুখ।