
রংপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে নানা—অনিয়মের অভিযোগ উঠেছে। এনিয়ে শিক্ষক—শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে অধ্যক্ষ তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন। জানা যায়, রংপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আইয়ুব আলীর বিরুদ্ধে ব্লক পোস্ট নবম গ্রেডের পদোন্নতির আন্দোলনের জন্য ননটেক বিভাগ থেকে ১২ জন শিক্ষককে ছুটি দিয়ে ঢাকায় আন্দোলনের জন্য পাঠিয়েছেন। এতে করে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ব্যহত হয়েছে। শিক্ষক সংকটের কারণে বৃহস্পতিবার (২২ আগস্ট) অনেক বিভাগের ক্লাস হয়নি। ফলে প্রতিষ্ঠানে এসে বাড়ি ফেরত গেছেন শিক্ষার্থীরা। এছাড়া একই জেলার বাসিন্দা হওয়ায় কম্পিউটার ইন্সপেক্টর হেদায়েতুল ইসলামের মাধ্যমে কলেজের বিভিন্ন উপকার ক্রয়ের নামে ভূয়া বিল ভাউচার দিয়ে অর্থ আত্মসাতেরও অভিযোগ রয়েছে অধ্যক্ষের বিরুদ্ধে। নাম প্রকাশে অনিচ্ছুক কিছু শিক্ষক অভিযোগ করেন অধ্যক্ষ স্বেচ্ছাচারিতার মাধ্যমে এ প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন। সেই সাথে তার অনুগতদের মাধ্যমে কেনাকাটায় অনিয়ম করে অর্থ আত্মসাত করছেন। ফলে কলেজের শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। রংপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আইয়ুব আলী বলেন, স্কুলের ৯ জন শিক্ষক তাদের ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটি নিয়েছেন। এখন তারা ঢাকায় গিয়েছেন কি না তা আমি জানি না। যেসব শিক্ষক ছুটি নিয়েছেন তাদের ক্লাস চালু রাখতে আমাদের পর্যাপ্ত সংখ্যক শিক্ষক রয়েছেন। অনিয়ম—দূর্নীতির বিষয়ে তিনি বলেন, আমি জীবনে কোন অনিয়ম—দূর্নীতির সাথে জড়িত ছিলাম না, এখনও নেই। প্রতিষ্ঠানের সকল আর্থিক লেনদেন, কেনাকাটা নিয়ম মাফিক হচ্ছে। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা সত্য নয়।