প্রধান শিক্ষকের পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ | Daily Chandni Bazar প্রধান শিক্ষকের পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৪ ০১:০০
প্রধান শিক্ষকের পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
জালাল উদ্দিন, রংপুরঃ

প্রধান শিক্ষকের পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

রংপুর মহানগরীর ১৪নং ওয়ার্ডের বড়বাড়ি বয়েজ উদ্দিন স্কুলের প্রধান শিক্ষকের অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ করেছে  শিক্ষক শিক্ষার্থীসহ অভিভাবকরা। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল অব্দি এই বিক্ষোভ কর্মসূচি চলে। শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয় সূত্রে জানাগেছে,অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জাকারিয়াইসলাম বিগত ২০১৭ সাল থেকে কোন টাকা পয়সার হিসেব দেয়না তিনি।
এবং নিজের খেয়াল খুশি মতো প্রতিষ্ঠান চালায়,আর হিসাব চাইলেই তিনি আওয়ামী লীগের পরিচয়ে প্রভাব বিস্তার করে কমিটির লোকজনদের কোনঠাসা করেন। এছাড়াও ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ তোলেন অভিভাবক সদস্য—জাহাঙ্গীর আলম,সুলতান মাহমুদসহ স্থানীয়—শহিদুল ইসলাম। এছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন, জাকারিয়া একজন লম্পট প্রকৃতির লোক,সে বিভিন্ন ছাত্রীদের জিম্মি করে অবৈধ সম্পর্ক গড়তেন। এরকম অনেক বার তার বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে বিচার সালিশ হয়েছে। আর কোনো কথা নয় এই লম্পটের পদত্যাগসহ দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান তারা।
তবে এসব অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক জাকারিয়া ইসলাম প্রতিবেদককে বলেন, আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ তারা তুলেছেন তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত।