
সবুজ বেষ্টনীতে গড়ব লাল সবুজের বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে প্রশিকার সদস্য ও স্থানীয়দের মাঝে ১৫শ’ গাছ বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র ও বন বিভাগের যৌথ উদ্যোগে প্রশিকা রাণীনগর উন্নয়ন এলাকা অফিসে এসব গাছ বিতরণ করা হয়।
এদিন জলপাই, আকাশমনি, মেহগনি, আম, সাল, সাজনা, করাই, কাঠবাদামসহ বিভিন্ন জাতের ১৫শ’ গাছ ৫০০ জনের হাতে তুলে দেওয়া হয়।
প্রশিকার বিভাগীয় ব্যবস্থাপক মো. নুর হোদা’র সভাপতিত্বে ও এলাকা ব্যবস্থাপক সেলিনা পারভিনের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের পরিচালক জি আজম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের কেন্দ্রীয় ব্যবস্থাপক মো. জসীম উদ্দীন। এছাড়া প্রশিকা রাণীনগর উন্নয়ন এলাকার অন্যান্যরা উপস্থিত ছিলেন