রাজশাহীতে হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন | Daily Chandni Bazar রাজশাহীতে হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৪ ২৩:৩৬
রাজশাহীতে হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন
মোঃ ফয়সাল আলম, রাজশাহীঃ

রাজশাহীতে হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন

রাজশাহীর চারঘাটে ইফতার নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে খোকন আলী নিহতের ঘটনায় দায়ের করা মামলায় ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মহিদুজ্জামান এ রায় ঘোষণা করেন।

এ মামলায় ২৭ জনকে আসামি করা হলেও একজন জামিনে থাকা অবস্থায় মারা গেছেন। বাকি ২৬ জনের মধ্যে ৯ জনকে যাবজ্জীবন ও পাঁচ হাজার করে অর্থদণ্ড দেওয়া হয়। বাকি ১৭ জনকে বেকসুর খালাস দেন আদালত।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- জিয়ারুল ইসলাম, মো. রনি, শাজাহান আলী ওরফে সাজু, মিলন আলী, সেকেন্দার আলী, হায়দার আলী মোল্লা, ইমরান আলী, আশরাফ আলী ও ফারুক হোসেন।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু বলেন, ২০২২ সালের ৬ রমজান বিকেলে চারঘাটের নন্দনগাছী ইউনিয়নের এক মসজিদ কমিটির ইফতার নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে খোকন আলী নিহত হন। এদিন আরও ৯ জন আহত হয়েছিলেন। ওই হত্যা মামলায় ৯ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ভুক্তভোগীদের আঘাত করার কারণে অতিরিক্ত ১-৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ডের রায়ও দিয়েছেন ট্রাইব্যুনাল।