উদীচী বগুড়ার সাবেক সহ-সভাপতি আনিসুল হক খান তপনের স্মরণসভা অনুষ্ঠিত। | Daily Chandni Bazar উদীচী বগুড়ার সাবেক সহ-সভাপতি আনিসুল হক খান তপনের স্মরণসভা অনুষ্ঠিত। | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৪ ০০:১১
উদীচী বগুড়ার সাবেক সহ-সভাপতি আনিসুল হক খান তপনের স্মরণসভা অনুষ্ঠিত।
প্রেস বিজ্ঞপ্তি

উদীচী বগুড়ার সাবেক সহ-সভাপতি আনিসুল হক খান তপনের স্মরণসভা অনুষ্ঠিত।

ছবি- বিজ্ঞপ্তির

 
উদীচী বগুড়া জেলা সংসদের সাবেক সহ-সভাপতি আনিসুল হক খান তপনের ১৪ তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণ সভা গতকাল শুক্রবার সন্ধ্যা ৭  টায় টেম্পল রোডস্থ উদীচী বগুড়া জেলা সংসদ কার্যালয়ে বগুড়া উদীচীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদুস সোবহান মিন্নুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহীদুর রহমান বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
 
সভার শুরুতে ১ মিনিট নিরবতা পালন শেষে সভায় মরহুম আনিসুল হক খানের বর্ণাঢ্য জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড জিন্নাতুল ইসলাম, সাবেক সভাপতি কমরেড হাফিজ আহম্মেদ, সাধারণ সম্পাদক কমরেড আমিনুল ফরিদ, উদীচী বগুড়া জেলা সংসদের সহ সভাপতি এ্যাডভোকেট লুৎফর রহমান, বীর মুক্তিযোদ্ধা সন্তোষ পাল, দিন বদলের মঞ্চের সভাপতি সাজেদুর রহমান ঝিলাম, সাধারণ সম্পাদক ও উদীচীর জাতীয় পরিষদ সদস্য আরিফুল হক খান রনিক, কমিউনিস্ট পার্টি বগুড়া সদর কমিটির সভাপতি কমরেড শাহনিয়াজ কবির খান পাপ্পু, ক্ষেতমজুর সমিতি বগুড়া সদর কমিটির সভাপতি শুভ শংকর গুহ রায়, যুব ইউনিয়ন বগুড়া জেলা কমিটির সভাপতি  ফারহানা আক্তার শাপলা, মৌমাছি খেলাঘর আসরের সহ সভাপতি অখিল পাল, ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক জয় ভৌমিক প্রমুখ।
 
আলোচনা সভায় বক্তারা বলেন,"সদা হাসিমুখ তপন ছিলেন অসাম্প্রদায়িক, নীতিবান, পরোপকারী, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার একনিষ্ঠ একজন নিবেদিত প্রাণ সমাজকর্মী। শিশু-কিশোর, ছাত্র-যুবক, কৃষক-শ্রমিক মেহনতি মানুষের অধিকার আদায়ের সংগ্রামে তিনি সর্বদা নিজেকে নিয়োজিত রেখেছিলেন। খেলাঘর আন্দোলনের মাধ্যমে তিনি শিশু-কিশোরদের জন্য একটি হাসিগানে মুখরিত বিজ্ঞানমনষ্ক অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। খেলাঘর ছাড়াও তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, উদীচী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং তার অংগ সংগঠনগুলোর সাথে যুক্ত থেকে নানাবিধ সামাজিক কাজের সঙ্গে নিজেকে আমৃত্যু সংযুক্ত রেখেছিলেন। তার মৃত্যুতে আমরা সমাজ প্রগতির সংগ্রামের আপোষহীন একজন সমাজকর্মীকে হারিয়েছি। সভায় সকলেই তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।"
 
আনিসুল হক তপনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মরণসভায় সংংগীত পরিবেশন করেন প্রণব স্যানাল, কামরুন মুনিরা ডালিয়া, কথামনি পিও, শ্রেয়া ঘোষ, সৌমিকা লাহিড়ী প্রমুখ। খবর বিজ্ঞপ্তির