রংপুরে নারী নির্যাতন প্রতিরোধ দিবস স্মরণে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মানববন্ধন | Daily Chandni Bazar রংপুরে নারী নির্যাতন প্রতিরোধ দিবস স্মরণে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মানববন্ধন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৪ ০০:১৯
রংপুরে নারী নির্যাতন প্রতিরোধ দিবস স্মরণে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, রংপুরঃ

রংপুরে নারী নির্যাতন প্রতিরোধ দিবস স্মরণে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মানববন্ধন

নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে শনিবার সকাল ১১টায় বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র রংপুর জেলার উদ্যোগে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়।রংপুর প্রেসক্লাব চত্তরে অনুষ্ঠিত এ সমাবেশে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র রংপুর জেলার সংগঠক আলো বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) রংপুর জেলার আহ্বায়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় সদস্য এডভোকেট কামরুন্নাহার খানম শিখা,সংগঠক বিউটি সুলতানা প্রমূখ।নেতৃবৃন্দ বলেন ১৯৯৫ সালে ইয়াসমিন হত্যার প্রতিবাদে সারাদেশে অভূতপূর্ব আন্দোলন সৃষ্টি হয়।সেই আন্দোলনে পুলিশের গুলিতে সাতজন যুবক শহীদ হয়।এর ফলে সারাদেশে দাবানলের মত আন্দোলন ছড়িয়ে পড়ে। তার চাপে ধর্ষণ ও হত্যাকারী পুলিশ সদস্যদের ফাঁসি হয়।নারীর মর্যাদা রক্ষার এই আন্দোলন বাংলাদেশের ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে।সামনের দিনেও নারীর অধিকার ও মর্যাদা আদায়ের আন্দোলনে নারী নির্যাতন প্রতিরোধ দিবস  আমাদের অনুপ্রেরণা যোগাবে।নেতৃবৃন্দ আরও বলেন ২০২৪ সালের জুলাই আন্দোলনে ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতনের পর আন্দোলনকারী শক্তি যে অন্তর্বতীকালীন সরকার গঠন করেছে সেই সরকারের কাছে নারীসমাজের দাবি —নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় তারা কার্যকরী ভূমিকা রাখবে