বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ৩ পরিবারের পাশে জামায়াত | Daily Chandni Bazar বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ৩ পরিবারের পাশে জামায়াত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৪ ০০:৪৭
বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ৩ পরিবারের পাশে জামায়াত
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ৩ পরিবারের পাশে জামায়াত

জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন শনিবার বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভুস্কুর গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র—জনতার আন্দোলনে নিহত সোহেল রানা পরিবারকে শান্তনা দেন। ছবি— বিজ্ঞপ্তির

স্বৈরাচারের বিরুদ্ধে গর্জে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র—জনতার আন্দোলনে বগুড়ায় নিহত ৩ পরিবারের পাশে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন শনিবার বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভুস্কুর গ্রামে নিহত সোহেল রানা, কাহালুর মনিরুল ইসলাম ও দুপচাচিয়ার আবু রায়হানের বাড়ীতে যান। তিনি শহীদের পরিবারকে শান্তনা দেন ও রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক পাবনা জেলা আমীর মাওঃ আব্দুর রহিম, বগুড়া পশ্চিম জেলা আমীর অধ্যক্ষ মাওঃ আব্দুল হক, জেলা নায়েবে আমীর মাওঃ আব্দুল হাকিম, জেলা সেক্রেটারি মোঃ মনজুরুল ইসলাম রাজু,নন্দীগ্রাম উপজেলা আমীর আনোয়ারুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, মাওঃ আব্দুর রহমান,আব্দুল হান্নান,দুপচাঁচিয়া উপজেলা আমীর মোঃ মনছুর আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান আ গনি মন্ডল, ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ,আশরাফ আলী,কাহালু উপজেলা আমীর মাওঃ আব্দুস শাহীদ, উপজেলা সেক্রেটারি শহীদুর রহমান সবুজ,আবু ইউসুফ সহ প্রমুখ। তিনি নিহত পরিবারের হাতে নহদ ২ লক্ষ টাকা সহায়তা প্রদান করেন। খবর বিজ্ঞপ্তির