বগুড়ায় আনসার সদস্যদের চাকরি জাতীয়করণের দাবিতে বিক্ষোভ | Daily Chandni Bazar বগুড়ায় আনসার সদস্যদের চাকরি জাতীয়করণের দাবিতে বিক্ষোভ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৪ ০১:১০
বগুড়ায় আনসার সদস্যদের চাকরি জাতীয়করণের দাবিতে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় আনসার সদস্যদের চাকরি জাতীয়করণের দাবিতে বিক্ষোভ

বগুড়ায় গতকাল চাকরি জাতীয়করণের এক-দফা দাবিতে সাধারণ আনসার সদস্যরা বিক্ষোভ করেছেন। বৈষম্য বিরোধীরা জেলা কমান্ড্যান্ট কার্যালয়ে স্লোগান দিতে দিতে দিতে প্রবেশ করে। এসময় ঊর্ধ্বতন কর্মকর্তার আশ্বাসে উত্তেজিত পরিস্থিতি শান্ত হয়। প্রায় ৪ঘন্টা ব্যাপী বাহিনীর সদস্যরা পোশাক পরেই আনসার সদস্যদের বিক্ষোভ করতে থাকে।
 
উক্ত বিক্ষোভটি শুরু হয় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আনসার সদস্যরা এক-দফা দাবির স্লোগান দিতে দিতে শহরের ঐতিহাসিক সাতমাথা হয়ে মালতিনগর জেলা কমান্ড্যান্ট কার্যালয়ের সামনে এসে একত্রিত হয়। এতে আনসার সদস্যরা কার্যালয়ের ভেতরে প্রবেশ করলে তাদের কাছে ছুটে যান জেলা কমান্ড্যান্ট শেখ ফিরোজ আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা আনসার কর্মকর্তা রাকিবুল হাসান,বগুড়া সদর উপজেলা আনসার কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মইদুল ইসলাম,সোনাতলা উপজেলার টিআই নাসিমুল,দুপচাঁচিয়া উপজেলার টিআই সোহেল রানা,শাজাহানপুর উপজেলার টিআই সোহাগ মিলন ফেরদৌসসহ অনেকে।
 
বৈষম্য বিরোধী বিক্ষোভকারীরা তাদের দাবি উপস্থাপন করলে যৌক্তিক বলে উল্লেখ করে কর্মসূচীতে সমর্থন দেন জেলা কমান্ড্যান্ট শেখ ফিরোজ আহমেদ। বিক্ষোভে অংশ গ্রহণ করা আনসার সদস্যের মিষ্টি ও পানি খাওয়ান। জেলা কমান্ড্যান্টের আশ্বাসে আনসার সদস্যরা নিজ নিজ কর্মস্থলে ফিরে যান। এই বৈষম্য বিরোধী বিক্ষোভ কর্মসূচীতে বক্তব্য রাখেন আনসার সমন্বয়ক মেডিকেল ক্যাম্পের পিসি আজাহার আলী,সাইদুল ইসলাম,মাসুদ রানা,আব্দুর রাজ্জাক,আলী আকবর,আরিফুর ইসলাম,সুজন আলী প্রমূখ। আনসার সদস্যরা বলেন যে,আমরা প্রশিক্ষিত আনসার সদস্য। তাই নিরাপত্তার স্বার্থে সশস্ত্র পাহারা দেই। পুলিশ বা ব্যাটালিয়ান আনসারদের সঙ্গে আমরাও সমন্বয়ে দায়িত্ব পালন করে থাকি। কিন্তু দীর্ঘদিন ধরে আমরা বৈষম্যের শিকার হয়ে আসছি এবং আমাদের চাকরি জাতীয়করণ করা হয় না বলেই আজ আমরা এই বিক্ষোভ আন্দোলনে অংশ গ্রহণ করেছি আর তাই এক দফা এক দাবি নিয়ে মাঠে নেমেছি।