রাণীনগরে বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ | Daily Chandni Bazar রাণীনগরে বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২৪ ২৩:২৩
রাণীনগরে বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ
প্রতিনিধি, রাণীনগর, নওগাঁঃ

রাণীনগরে বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ

নওগাঁর রাণীনগর উপজেলা বিএনপির পার্টি অফিসে (দলীয় কার্যালয়) অগ্নিসংযোগ করেছে দুবৃর্ত্তরা। ২৪ আগস্ট শনিবার রাতের অন্ধকারে উপজেলা বাসট্যান্ড এলাকায় বিএনপির পার্টি অফিসে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বরিবার সকালে উপজেলা বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।

রাণীনগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোসারব হোসেন জানান, সকালে নেতাকর্মীদের মাধ্যমে খবর পাই উপজেলা পার্টি অফিসে দুবৃর্ত্তরা অগ্নিসংযোগ করেছে। এতে পার্টি অফিসে থাকা জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়াসহ বেশ কয়েকটি ছবি, ব্যানার এবং প্রযোজনীয় কাগজপত্র পুড়ে গেছে। এছাড়া ইটের দেওয়াল ও চেয়ার ভাঙচুর করেছে দুবৃর্ত্তরা।

তিনি আরও জানান, আমরা ধারনা করছি শান্তিপূর্ন পরিবেশকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী সন্ত্রাসীরা এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা চেয়ে মামলা দায়ের করবো।

এ বিষয়ে রাণীনগর থানার (ভারপ্রাপ্ত) ওসি মো. মেহেদী মাসুদ বলেন, খবর পেয়ে সেনাবাহিনীসহ আমরা বিএনপির পার্টি অফিস পরিদর্শন করেছি। এখন পর্যন্ত থানায় কোউ কোন অভিযোগ বা মামলা দায়ের করেনি। অভিযোগ বা মামলা দায়ের করা হলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।