বীরগঞ্জে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে গ্রাম পুলিশের মানববন্ধন | Daily Chandni Bazar বীরগঞ্জে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে গ্রাম পুলিশের মানববন্ধন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২৪ ২৩:৩০
বীরগঞ্জে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে গ্রাম পুলিশের মানববন্ধন
প্রতিনিধি, বীরগঞ্জ, দিনাজপুরঃ

বীরগঞ্জে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে গ্রাম পুলিশের মানববন্ধন

 দিনাজপুরের বীরগঞ্জ ইউপি চেয়ারম্যানের স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, অনিয়ম, সাম্প্রদায়িকতার উস্কানি, ক্যাডারদের বাহিনী দিয়ে গ্রাম পুলিশ উত্তম রায়ের উপর হামলা, মারধর লাঞ্ছিত করার প্রতিবাদে ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহিনের অপসারণের দাবিতে মানববন্ধন হয়েছে। 
গতকাল রোববার (২৫ আগষ্ট -২০২৪) দুপুর বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন, উপজেলা শাখার আয়োজনে বীরগঞ্জ থানা ক্যাম্পাস থেকে একটি মিছিল বের হয়ে (ঢাকা-পঞ্চগড়) মহাসড়কে অবস্থান শেষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ১১০ জন গ্রাম পুলিশ, ১২ জন ইউপি সদস্য মানববন্ধনে অংশগ্রহণ করেন। ঘণ্টা ব্যাপী মানববন্ধনে গ্রাম পুলিশ ইউনিয়ন কমিটির সভাপতি আব্দুর রহিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান ফরজ আলী, ইউপি সদস্য মো. ফেরদৌস আলী, ইউপি সদস্য মো. হামিদুল ইসলাম, ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান রায়হান, ইউপি সদস্য মো. শফিউল ইসলাম, ইউপি সদস্য মো. নিজামুদ্দিন, ইউপি সদস্য মো. এনামুল হক, ইউপি সদস্য মো. মাজিদুল ইসলাম, ইউপি সদস্য মো. আতিয়ার রহমান, সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্যা মোছা. নাসরিন আরা, মোছা. শাহিদা বেগম, মোছা. শাম্মি আক্তার গ্রাম পুলিশ ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক মো. তহিদুল ইসলাম প্রমুখ।
গ্রাম পুলিশ তাপস রায় বলেন, আমার সহপাঠী গ্রাম পুলিশ উত্তম কুমার রায় কে বেধড়ক মারধর করেছে শাহিনুর রহমান চৌধুরী চেয়ারম্যান। তাই চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলন করছি।
গ্রাম পুলিশ জ্যোতিষ রায় বলেন, চেয়ারম্যান তার ব্যক্তিগত কাজে না করায়, গ্রাম পুলিশকে এলোপাথাড়ি মারধর করেছে। আমাদের এক দফা এক দাবি চেয়ারম্যানের পদত্যাগ চাই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী বলেন, এটি ফৌজদারি অপরাধ হয়েছে, অভিযোগের তদন্ত কমিটি গঠনের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।