
পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন—পিকেএসএফ এর সহায়তায় ও টিএমএসএস’র উদ্যোগে অতি দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়েছে। শনিবার সকালে ঠেঙ্গামারা, বগুড়া ফাউন্ডেশন অফিসের কনফারেন্স হলে এসব চেক বিতরণ করা হয়।
এসময় বক্তব্য রাখেন টিএমএসএস’র পরিচালনা পর্ষদের উপদেষ্টা আয়শা বেগম। আরো বক্তব্য রাখেন টিএমএসএস এর উপ—নির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান, পরিচালক মোঃ মাহবুবুর রহমান সহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তরা বলেন টিএমএসএস দেশের পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করছে। দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের মাধ্যমে ২০০৪ সাল থেকে তাদের উচ্চ শিক্ষার পথ সুগম করতে পিকেএসএফ’র সহায়তায় টিএমএসএস কাজ করছে।
সরকারের পাশাপাশি টিএমএসএস নিজস্ব উদ্যোগে শিক্ষা বৃত্তি প্রদান করেছে। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম—পরিচালক মোঃ কামরুজ্জামান খান । অনুষ্ঠানে বিশজন মেধাবী শিক্ষার্থীদের প্রতিজনকে ১২ হাজার টাকা করে দুই লক্ষ চল্লিশ হাজার টাকার শিক্ষা বৃত্তির চেক হস্তান্তর করা হয়। খবর বিজ্ঞপ্তির