দুর্নীতির অভিযোগে জোড়গাছা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সাময়িক বহিস্কার | Daily Chandni Bazar দুর্নীতির অভিযোগে জোড়গাছা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সাময়িক বহিস্কার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৪ ০০:০৭
দুর্নীতির অভিযোগে জোড়গাছা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সাময়িক বহিস্কার
প্রতিনিধি, সারিয়াকান্দি, বগুড়াঃ

দুর্নীতির অভিযোগে জোড়গাছা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সাময়িক বহিস্কার

নিয়োগ বাণিজ‍্য, চুরি  করে পুরাতন বই ও রড বিক্রি, বিদ‍্যালয় সংস্কারের টাকা আত্মসাত,  বিদ‍্যালয় ফাঁকি দিয়ে আনন্দ ভ্রমন এবং ছাত্রীর সাথে অশ্লীল নৃত‍‍্যের অভিযোগে জোড়গাছা বহুমূখী উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক এনামুল বারী সাজুকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
 
রবিবার দুপুরে বিদ‍্যালয় চত্বরে শিক্ষার্থী-অভিভাবক ও সাবেক সদস‍্যদের আনিত অভিযোগের শুনানি শেষে বিদ‍্যালয়ের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমান এ সিদ্ধান্ত  নেন।
 
 জানাগেছে, ৬ আগস্ট সকালে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের পদত‍্যাগের দাবিতে বিক্ষোভ করে। পরে তোপের মুখে পরে অব‍্যহতি নিতে বাধ‍্য হন ঐ প্রধান শিক্ষক। বিগত সময়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে অসৈজন‍্যমূলক আচরণ বনভোজনে গিয়ে জৈনক এক ছাত্রীর সঙ্গে নৃত‍্যের দায়ে ওই শিক্ষক কে মারপিট করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে প্রধান শিক্ষক বিদ‍্যালয়ের প্রতিষ্ঠাতার সন্তান ও ওই বিদ‍্যালয়ের সাবেক শিক্ষক রফিকুল ইসলাম বাবলু এবং শিক্ষার্থীসহ নয় জনকে আসামি করে লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে এসে শুনানি শেষে ওই প্রধান শিক্ষককে সাময়িক বহিস্কারের সিদ্ধান্ত নেন সভাপতি। পরবর্তীতে শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করলে তদন্ত কমিটি গঠন ও ওই তদন্তে শিক্ষক দোষী প্রমাণিত হলে বহিস্কারাদেশ বলবৎ থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার।
 
এসময় সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার হাসান আলী, থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল ইসলাম, চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোসস্তাফিজার  রহমান অভিযুক্ত শিক্ষক  এনামুল বারীসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।