নওগাঁয় ৭শ গ্রাম হেরোইন জব্দের মামলায় দুইজনের মৃত্যুদন্ডের রায় | Daily Chandni Bazar নওগাঁয় ৭শ গ্রাম হেরোইন জব্দের মামলায় দুইজনের মৃত্যুদন্ডের রায় | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৪ ০১:৫৬
নওগাঁয় ৭শ গ্রাম হেরোইন জব্দের মামলায় দুইজনের মৃত্যুদন্ডের রায়
নওগাঁ প্রতিনিধি:

নওগাঁয় ৭শ গ্রাম হেরোইন জব্দের মামলায় দুইজনের মৃত্যুদন্ডের রায়

নওগাঁয় মাদক মামলায় দুইজনকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। একই সাথে তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৮ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ এ রায় দেন। মৃত্যুদন্ড প্রাপ্তরা হলেন— চাঁপাইনবাবগঞ্জ জেলার গড়াই পাড়া গোরস্থান ঈদগাহ এলাকার মোস্তাজ আলী মন্টুর ছেলে লিটন মিয়া ও চরবাগডাঙ্গা এলাকার আলাউদ্দিনের ছেলে ইউসুফ আলী। রায় ঘোষণার সময় আদালতে আসামীরা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারী কৌশুলী (পিপি) অ্যাডভোকেট আব্দুল খালেক। আসামী পক্ষে মামলাটি পরিচালনা করেছেন অ্যাডভোকেট কৌশিক কুমার দাস।

মামলার সংক্ষিপ্ত বিবরণীতে জানা যায়, ২০২৩ সালের ১৮ আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁর পত্নীতলা উপজেলার নির্মইল ইউনিয়নের সরাইডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে একটি ট্রাক্টরের টুল বক্স থেকে ৭০০ গ্রাম হেরোইনসহ ড্রাইভার লিটন মিয়া ও ইউসুফ আলীকে গ্রেপ্তার করে র‌্যাব—৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। পরবর্তীতে স্থানীয় থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। ওই মামলায় দীর্ঘ শুনানিতে ৮ জনের স্বাক্ষ্যগ্রহন শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার (২৮ আগস্ট) লিটন মিয়া ও ইউসুফ আলীর মৃত্যুদন্ডের রায় দেয় আদালত। 

সরকারী কৌশুলী (পিপি) অ্যাডভোকেট আব্দুল খালেক বলেন, এই রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি মাদক কারবারিদের কাছে একটি সতর্কতামূলক বার্তা পৌঁছানো হয়েছে। যাতে মাদক কারবারি এবং যুবসমাজ মাদক থেকে নিজেদের বিরত রাখে এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা হয়।

আসামীপক্ষের আইনজীবি কৌশিক কুমার দাস বলেন, এ রায়ের মাধ্যমে আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি। তাই এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো। আমরা আশা করছি উচ্চ আদালতে ন্যায়বিচার পাওয়া যাবে।