
রংপুরে মহব্বত খাঁ উচ্চ বিদ্যালয়ে অনিয়ম, দুর্নীতি ও শৃঙ্খলা রক্ষার্থে ১১ দফা দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন, শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন। গতকাল বৃহস্পাতবার (২৯ আগস্ট) সকাল ১০টায় নগরীর মহব্বত খাঁ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মানববন্ধন ও শান্তি সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থিরা। এ সময় শিক্ষার্থীরা বলেন, মহব্বত খাঁ উচ্চ বিদ্যালয়ের দুর্নীতিবাজ প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন ও সহাকারি শিক্ষক আব্দুল মান্নানকে অবিলমে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করতে হবে। আমরা বিদ্যালয়ে কোন বৈষম্ব চাই না। দুনীর্তি মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান চাই, কোন দুনীর্তিবাজ শিক্ষক আমাদের প্রতিষ্ঠানে থাকবে না। এ সময় মহব্বত খাঁ উচ্চ বিদ্যালয়েল সকল ছাত্র —ছাত্রী উপস্থিত ছিলেন ।