পোলিও টিকাদানের জন্য গাজায় কিছু সময় যুদ্ধ বন্ধ রাখতে সম্মত ইসরায়েল | Daily Chandni Bazar পোলিও টিকাদানের জন্য গাজায় কিছু সময় যুদ্ধ বন্ধ রাখতে সম্মত ইসরায়েল | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৪ ১৩:২৪
পোলিও টিকাদানের জন্য গাজায় কিছু সময় যুদ্ধ বন্ধ রাখতে সম্মত ইসরায়েল
অনলাইন ডেস্ক

পোলিও টিকাদানের জন্য গাজায় কিছু সময় যুদ্ধ বন্ধ রাখতে সম্মত ইসরায়েল

গাজার ৯০ শতাংশ এলাকা টিকাদান কর্মসূচির আওতায় আনতে চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় শিশুদের পোলিও টিকা দেওয়ার জন্য কিছু সময়ের জন্য 'মানবিক কারণে যুদ্ধ বন্ধ' রাখতে সম্মত হয়েছে ইসরায়েল।

জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ তথ্য জানিয়েছে।

ফিলিস্তিনে ডব্লিউএইচও’র প্রতিনিধি রিক পিপারকর্ন বলেছেন, পহেলা সেপ্টেম্বর থেকে গাজায় এই পোলিও টিকাদান কর্মসূচি শুরু হবে।

এর মূল্য লক্ষ্য, গাজা’র প্রায় ছয় লাখ ৪০ হাজার শিশুকে টিকাদান করা।

উপত্যকার কেন্দ্র, দক্ষিণ ও উত্তর অংশে ভিন্ন ভিন্ন ধাপে এই কর্মসূচি পালিত হবে। প্রতিটি ধাপে টানা তিনদিন সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত যুদ্ধ বন্ধ থাকবে।

গাজার প্রথম পোলিও আক্রান্ত ব্যক্তি ২৫ বছর ধরে এই রোগে ভুগছেন। তার সংস্পর্শে আসার পর একটি ১০ ​​মাস বয়সী শিশু আংশিকভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়। জাতিসংঘের কর্মকর্তা একথা জানানোর কয়েকদিনের মাথায় এই সম্মতি এল। সূত্র: © বিবিসি