রাজশাহীতে পদ্মায় পানি কমতে শুরু করেছে | Daily Chandni Bazar রাজশাহীতে পদ্মায় পানি কমতে শুরু করেছে | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৪ ২২:০৭
রাজশাহীতে পদ্মায় পানি কমতে শুরু করেছে
মোঃ ফয়সাল আলম, রাজশাহী

রাজশাহীতে পদ্মায় পানি  কমতে শুরু করেছে

রাজশাহীতে পদ্মা নদীর পানি কমতে শুরু করেছে। ভারতের পশ্চিমবঙ্গে ফারাক্কা ব্যারাজের গেট খুলে দেওয়ার পর নদীটির পানি বৃহস্পতিবার ৪ সেন্টিমিটার বেড়েছিল।  শুক্রবার (৩০ আগস্ট) সকাল থেকে তা আবার কমতে শুরু করেছে।

বৃহস্পতিবার  রাজশাহী পয়েন্টে পানির উচ্চতা বেড়ে হয়েছিল ১৬ দশমিক ৩৪ মিটার। শুক্রবার  সকাল ৬টায় সেই পানি ২ সেন্টিমিটার এবং সকাল ৯টায় আরও ১ সেন্টিমিটার কমেছে।

ভারতের মুর্শিদাবাদ ও মালদহ জেলার গঙ্গা নদীতে অবস্থিত ফারাক্কা বাঁধের সব গেট খুলে দেওয়া হয় সোমবার (২৬ আগস্ট)। টানা ৭২ ঘণ্টা পর পানি বৃদ্ধি পেয়েছিল ৪ সেন্টিমিটার। ১২ ঘণ্টা পর আবারও কমেছে।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্যমতে, গত সোমবার বিকাল ৩টায় পদ্মা নদীর রাজশাহী পয়েন্টে পানির উচ্চতা ছিল ১৬ দশমিক ৩০ মিটার। ওইদিন সন্ধ্যা ৬টার দিকেও ছিল একই উচ্চতা। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় পানির উচ্চতা পাওয়া যায় ১৬ দশমিক ৩৪ মিটার। ১২ ঘণ্টা না যেতেই আবার কমেছে পানির উচ্চতা। শুক্রবার ভোর ৬টা ও সকাল ৯টাতে পানির উচ্চতা পাওয়া গেছে ১৬ দশমিক ৩১ মিটার।

এখানে পানির বিপদসীমা ১৮ দশমিক ৫০ মিটার। ফলে পদ্মার পানি বিপৎসীমার ২ দশমিক ১৯ মিটার নিচে আছে। তবে পাউবো বলছে এই এলাকায় বন্যা হওয়ার সম্ভাবনা নেই।

রাজশাহী পাউবোর পানির উচ্চতা পরিমাপকারী এনামুল হক বলেন, রাজশাহী নগরীর বড়কুঠি পয়েন্টে পাঁচবার পানির উচ্চতা পরিমাপ করা হয়। সকাল ৬টা, সকাল ৯টা দুপুর ১২টা বিকাল ৩টা ও সন্ধ্যা ৬টায়। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় পানির উচ্চতা পাওয়া গেছে ১৬ দশমিক ৩৪ মিটার। শুক্রবার তা
৩ সেন্টিমিটার কমেছে। সকাল ৯টার দিকেও ১৬ দশমিক ৩১ মিটার পাওয়া যায়।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর বলেন, প্রতিবছর ফারাক্কার সব গেট খুলে দেওয়া হয়। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। পদ্মার প্রবেশ মুখ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঙখা পয়েন্টেও পানির উচ্চতা বৃদ্ধি পায়নি। সেখানে বিপৎসীমা ২২ দশমিক ৫ মিটার। পানির উচ্চতা পাওয়া যাচ্ছে ২০ দশমিক ৫০ মিটার।