গাবতলীতে জোরপূর্বক পাকা বাড়ী নির্মাণের অভিযোগ | Daily Chandni Bazar গাবতলীতে জোরপূর্বক পাকা বাড়ী নির্মাণের অভিযোগ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৪ ২২:১৫
গাবতলীতে জোরপূর্বক পাকা বাড়ী নির্মাণের অভিযোগ
প্রতিনিধি, গাবতলী, বগুড়াঃ

গাবতলীতে জোরপূর্বক পাকা বাড়ী নির্মাণের অভিযোগ

 বগুড়ার গাবতলীতে জোরপূর্বক পাকা বাড়ীঘর নির্মাণের চেষ্টার অভিযোগে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গেছে, গাবতলীর সুখানপুকুর ইউনিয়নের পাঁরকাকড়া গ্রামের রঞ্জু মিয়ার স্ত্রী ফেন্সি বেগম (৪৫) পৈত্রিকসূত্রে ৭শতক জমি প্রাপ্ত হয়। কিন্তু বিবাদী উক্ত সম্পত্তি দীর্ঘদিন থেকে জোরপূর্বক ভোগদখল করে আসছে। কিন্তু বিবাদী এখন ওই জমি আত্মসাতের উদ্দেশ্যে পাকা বাড়ীঘর নির্মাণ করা শুরু করেছে। এ বিষয়ে ফেন্সি বেগমের স্বামী রঞ্জু মিয়া গত ২৮আগষ্ট বিকেল ৫টায় বিবাদীকে স্্রীর অংশের সম্পত্তি বুঝিয়ে দিতে বললে তার কোন সঠিক উত্তর না দিয়ে অকথ্য ভাষায় গালাগালি করে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় ফেন্সি বেগমের স্বামী রঞ্জু মিয়া সুখানপুকুর ইউনিয়নের নজরারপাড়া গ্রামের মৃত হোসেন মন্ডলের ছেলে মিঠু মন্ডল (৫২) কে অভিযুক্ত করে ২৯আগষ্টে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।