রাণীনগরে জামায়াতে ইসলামীর প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত | Daily Chandni Bazar রাণীনগরে জামায়াতে ইসলামীর প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৪ ২২:২২
রাণীনগরে জামায়াতে ইসলামীর প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত
প্রতিনিধি, রাণীনগর, নওগাঁঃ

রাণীনগরে জামায়াতে ইসলামীর প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁর রাণীনগরে জামায়াতে ইসলামীর সভাপতি, সেক্রেটারি ও প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে রাণীনগর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 
রাণীনগর উপজেলা জামায়াতের আমির মোস্তফা ইবনে আব্বাসের সভাপতিত্বে ও সেক্রেটারি সামিনুর ইসলাম শামীমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও কেন্দ্রীয় জামায়াতের সূরা সদস্য অ্যাড. আ স ম আবু সায়েম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামীদিনে জামায়াতে ইসলামীকে এগিয়ে নিতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। বর্তমান সার্বিক পরিস্থিতিকে অত্যন্ত ধৈর্যের সাথে মোকাবেলা করার পরামর্শ দেন তিনি।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা জামায়াতের সাবেক সভাপতি নিজাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেনসহ ৮টি ইউনিয়ন জামায়াতের সভাপতি, সেক্রেটারি ও ওয়ার্ড সভাপতি সেক্রেটারি বৃন্দ। সমাবেশ শেষে ছাত্র আন্দোলনে শহীদসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়