শিবগঞ্জে প্রধান শিক্ষকের অপসারনের দাবিতে মানববন্ধন | Daily Chandni Bazar শিবগঞ্জে প্রধান শিক্ষকের অপসারনের দাবিতে মানববন্ধন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৪ ২২:১৯
শিবগঞ্জে প্রধান শিক্ষকের অপসারনের দাবিতে মানববন্ধন
সংবাদদাতা, শিবগঞ্জ, বগুড়াঃ

শিবগঞ্জে প্রধান শিক্ষকের অপসারনের দাবিতে মানববন্ধন

বগুড়ার শিবগঞ্জে প্রধান শিক্ষকের অপসারনের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা। শনিবার বেলা ১২ টার দিকে উপজেলার ধাওয়াগীর উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ধাওয়াগীর উচ্চ বিদ্যালয়ের সাময়িক বহিস্কৃত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম মর্তুজা একজন দুর্নীতিবাজ শিক্ষক। তিনি নন এমপিও শিক্ষকদের এমপিও ভুক্ত করছেন না। শিক্ষার্থীদের সাথে অশ্লীল আচারণ করেন। নিয়োগ বাণিজ্য করে অনেক টাকা আত্মসাৎ করেছেন। আমরা তার অপসারণ চাই।
এসময় উপস্থিত ছিলেন, উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থী নাঈম, জাকারিয়া, স্থানীয় সমাজ সেবক শিহাবুল ইসলাম সুইট,মতিউর রহমান, আব্দুল মতিন,আশরাফ হোসেন, সুজা মিয়া, হারুনুর রশিদ প্রমুখ।