রাজশাহীতে ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার | Daily Chandni Bazar রাজশাহীতে ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৪ ২৩:০৪
রাজশাহীতে ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার
জেলা সংবাদদাতা, রাজশাহীঃ

রাজশাহীতে ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার

রাজশাহীর চারঘাট উপজেলার মৌগাছি এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে রাজশাহী র‌্যাব-৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার ও মাদক কারবারীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া মাদক কারবারীর নাম রবিউল ইসলাম টুটুল (৪০)। তিনি চারঘাট মৌগাছি গ্রামের মৃত আজাহার আলীর ছেলে।

র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, চারঘাট থানার মৌগাছি গ্রামের মাদক কারবারী টুটুল তার বাড়িতে ইয়াবা নিয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব শুক্রবার রাত ১০ টার দিকে টুটুলের বাড়িতে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে টুটুল পালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয়।

পরে তার বাড়িতে তল্লাশী চালিয়ে ৬৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, টুটুল একজন কুখ্যাত মাদক কারবারী। তাকে চারঘাট থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।