
বগুড়ার গাবতলীতে সরকারী চাকুরী দেয়ার কথা বলে ১২লাখ টাকা আত্মসাতের অভিযোগে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, গাবতলীর রামেশ্বরপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের বেলাল উদ্দিন প্রামানিকের ছেলে রবিউল ইসলামের (২৬) কাছ থেকে বিগত ৭বছর আগে কতিপয় ব্যক্তি ১২লাখ টাকা নেয়। দীর্ঘদিনেও চাকুরী দিতে ব্যর্থ হওয়ায় ওই টাকা ফেরত চাইলে নানা টালবাহানা করে। এরই এক পর্যায়ে গত ২৭আগষ্ট বিকেলে প্রদানকৃত অর্থ ফেরত চাইলে গালাগালির এক পর্যায়ে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের মৃত সাহেব আলীর ছেলে শাহীন আলম ওরফে হিটলার ও দক্ষিণভাগ গ্রামের মৃত মুঞ্জুরুল ইসলামের ছেলে আমিনুল ইসলামকে অভিযুক্ত ২৮আগষ্টে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।