কুয়াকাটায় ১৬ হাজার তালের বীজ রোপণ | Daily Chandni Bazar কুয়াকাটায় ১৬ হাজার তালের বীজ রোপণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ সেপ্টেম্বর, ২০২৪ ২২:১৪
কুয়াকাটায় ১৬ হাজার তালের বীজ রোপণ
সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালীঃ

কুয়াকাটায় ১৬ হাজার তালের বীজ রোপণ

পটুয়াখালীর কুয়াকাটায় বন্যানিয়ন্ত্রণ বেরিবাধের সৌন্দর্য বর্ধন  ও জলবায়ু প্রভাব থেকে উপকূলকে রক্ষা এবং বজ্রপাত রোধে  ১৬ হাজার তালের বীজ রোপণ করা হয়েছে। রবিবার সকাল দশটায় কুয়াকাটা মানবিক সহয়তা কেন্দ্রের উদ্যোগে এ তালের বীজ রোপণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। 
 
এতে অংশগ্রহণ করেন বাংলাদেশ জামাতে ইসলামী কুয়াকাটা পৌর শাখার আমির মাওলানা মাঈনুল ইসলাম মান্নান, কুয়াকাটা বাইতুল আরোজ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম কারী নজরুল ইসলাম, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হোসাইন আমির, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি, বিএনপির নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এসময় উপস্থিত ছিলেন কুয়াকাটা মানবিক সহায়তা কেন্দ্রের সভাপতি ও বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান।
 
কুয়াকাটা চৌরাস্তার পূর্ব দিক থেকে  শুরু করে  পাঁচ কিলোমিটার বেরীবাধে এ তালের বীজ রোপণ করা হবে বলে জানান এই সংগঠনের নেতৃবৃন্দ।