পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (পিইউবি), বগুড়া এর ইংরেজী বিভাগের সামার-২০২৪ সেশনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। নবীন শিক্ষার্থীদের লাল গোলাপ দিয়ে বরণ করে নেন বিভাগের পুরাতন শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শুরুতে ইংরেজী বিভাগের অ্যাকাডেমিক ও কোক্যারিকুলার অ্যাক্টিভিটি নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম. আতর আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিইউবি ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল। প্রধান অতিথি’র বক্তৃতায় উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন ‘তোমাদের আগামী দিনের জন্য যোগ্য হয়ে গড়ে উঠতে হবে।’ তিনি আরো বলেন পুণ্ড্র ইউনিভার্সিটি শিক্ষার আনন্দদায়ক পরিবেশ নিশ্চিত করে শিক্ষার্থীদের জীবন গড়তে পূর্ণ সহযোগিতা দিয়ে থাকে। নবীনবরণে নবীন ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তৃতা করেন বি.এ (অনার্স) ১৮ ব্যাচের ছাত্র রাফিউল ইসলাম এবং সাহিদা আকতার জেরিন। অনুষ্ঠানে স্বরচিত ইংরেজী কবিতা পাঠ করেন পরিচালক (অর্থ) আবু জাহিদ মোঃ জগলুল পাশা। ইংরেজি বিভাগের শিক্ষক কমল কর্মকারের সঞ্চালনায় অনুষ্ঠানে ইংরেজি বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তির